Skip to main content

মানব সভ্যতায় অরণ্যের ভূমিকা

মানব সভ্যতায় অরণ্যের ভূমিকা

ভূমিকা- সভ্যতার প্রথম লগ্নে অরণ্য ছিল মানুষের বিচরণ ক্ষেত্র পশুরা ছিল মানুষের ঘনিষ্ঠ প্রতিবেশী সেদিনের জীবজগৎ কে কেন্দ্র করে মানব সভ্যতা ক্রমশ হয়ে উঠেছিল মানুষ পশু পালনের জন্য চারণভূমির খোঁজে অরণ্য থেকে বেরিয়ে এলো নদী পথ ধরে যেতে যেতে তৈরি হলো কৃষি সভ্যতা গ্রাম জীবন থেকেও মানুষ উঠে এল নগর জীবনে মানুষের এই ক্রোম উন্নয়নের ইতিহাস কয়েক হাজার বছরের।



অরন্যের উচ্ছেদ- মানব সভ্যতা তার শৈশবের কিরা ভূমি অরণ্য থেকে অনেক দূরে সরে এল শুরু হলো অরন্যের উচ্ছেদ কৃষি জমির জন্য নগর গড়ে তোলার জন্য কল-কারখানার স্থাপনের জন্য অরন্যের মূল্যবান কাঠ সংগ্রহের জন্য বেশ কয়েকশো বছর ধরে এই ভাবে মানব সভ্যতার অগ্রগতির পৃথিবীর পরিবেশের পরিবর্তন লক্ষ্য করে পরিবেশ বিজ্ঞানীরা আতঙ্কিত হয়ে পড়লেন কারণ অনুসন্ধান করে দেখা গেল এর মূলে রয়েছে অরণ্যভূমির উচ্ছেদ আফ্রিকা মহাদেশের উত্তর অঞ্চলে সাহারা মরুভূমি তার আগ্রাসী শুষ্কতা এবং শূন্যতা নিয়ে দক্ষিণে জনবসতি গুলো কে গ্রাস জন্য এগিয়ে আসছে হুহু করে বেড়ে যাচ্ছে মরু অঞ্চল পৃথিবীর অনেক দেশেই আজ এই পরিস্থিতি।



অরণ্যের প্রয়োজন- পরিবেশ বিজ্ঞানীরা বলেন ভূমন্ডলের অন্তত 40 শতাংশ জমিতে বনভূমি থাকা উচিত তা না হলে পরিবেশে এমন সব পরিবর্তন দেখা দেবে যা লোক জীবনের পক্ষে প্রতিকূল বনভূমি মৃত্তিকার ধারণ ক্ষমতা কে বাড়িয়ে দেয় আকাশ থেকে মেঘ টেনে এনে বৃষ্টিপাত ঘটায় আবহাওয়াকে প্রচুর পরিমাণ অক্সিজেন দিয়ে জলবায়ু কে নির্মল করে তোলে পৃথিবীর তাপের ভারসাম্য কে যথাযথ রাখে যতই আমরা বনভূমি কে উচ্ছেদ করব ততই এসব ক্ষেত্রে বিপর্যয় দেখা দেবে।


ইতিহাসে অরণ্য সভ্যতা- আজ থেকে 34 হাজার বছর আগে ভারতীয় সভ্যতা গড়ে উঠেছিল অরন্য ভূমিকা আশ্রয় করে মুনি-ঋষিরা আশ্রমে থাকতেন শিক্ষা ক্ষেত্রগুলি গড়ে উঠেছিল অরন্যের তপোবনে মানুষ বৃদ্ধ হলে বানপ্রস্থ যেতেন অরণ্যভূমিতে এই ভাবেই ভারতীয় জীবনের সঙ্গে অন্যের সম্পর্ক ছিল আজ সেই দিন শুধু স্মৃতিতে পর্যবসিত হয়েছে অরণ্য দেখতে হলে আজ আমাদের ছুটতে হয় সংরক্ষিত বনাঞ্চলে বনভূমি দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছিল বলেই সরকারিভাবে তা আজ সংরক্ষণের সামগ্রী হয়ে পড়েছে ঠিক এমনিভাবে অরণ্য চর সমস্ত প্রাণী সংরক্ষণের তালিকায় স্থান পেয়েছে মানুষের হিংস বন্দুক বাজিতে আমেরিকার লক্ষ লক্ষ 22 জন বিলুপ্ত হয়ে গেছে সংরক্ষণ না থাকলে আজ সমস্ত বন্যপ্রাণী নিশ্চিহ্ন হয়ে যেত আমরা এক প্রতিবেশী শূন্য পৃথিবীতে বাস করতাম ।


উপসংহার- ভারতে বনাঞ্চলের পরিমাণ মাত্র 11 শতাংশ ভারতের লোক সংখ্যা 106 কোটি ক্রমবর্ধমান এই জনসংখ্যাকে যদি এক সুস্থ সুন্দর বাসস্থান দিতে হয় তবে অরণ্য ভূমির পরিমাণ 40% পৌঁছে দিতে হবে সেই পরিস্থিতি গড়ে তোলার জন্য আমাদের সবাইকে সচেতন ও সক্রিয় হতে হবে।


অনুসরণের লেখা যায় -
1.অরণ্য রক্ষার প্রয়োজন 
2.পরিবেশ ও অরণ্য।


 আমাদের👉 Facebook  page follow করে সেখানে সরাসরি message করতে পারো যে তোমাদের কোন বিষয়ে আর্টিকেল প্রয়োজন? আমরা যত তাড়াতাড়ি সম্ভব তার উত্তর দিব।

আপনাদের কাছে পড়াশোনা সম্পর্কিত কোন আর্টিকেল থাকলে আমাদের ফেসবুক পেজে পাঠাতে পারেন আপনার পাঠানো আর্টিকেলটি বিবেচনা করে আপনার নামের সহিত প্রকাশিত করা হবে 

যদি  এই আর্টিকেলটি দ্বারা কোন ভাবে উপকৃত হও তাহলে শেয়ার করে বন্ধুদের কেউ জানাও


ধন্যবাদ

Comments

Popular posts from this blog

সময়ের মূল্য। প্রবন্ধ রচনা ১#

সময়ের মূল্য রচনার সংকেত: ভূমিকা, মানব জীবন ও সময় ,সময়ের মূল্য, অলসতার কুফল ,মনীষীদের উদাহরণ, উপসংহার। ভূমিকা: নদীর স্রোতের মতো সময় নিত্য প্রবাহমান। সময় কখনও এক মুহুর্তের জন্য থেমে থাকে না। নদীর স্রোতকে হয়তো রুদ্ধ করা যায়, কিন্তু সময়ের গতি কে কখনো আটকে রাখা যায় না। সময় হারিয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনার কোনো উপায় নেই।জন্মলগ্ন থেকে মানুষের মৃত্যু পর্যন্ত শুধু সময়ের প্রবাহ মানুষের জীবনে এজন্য সময়ে সবচেয়ে মূল্যবান। মানব জীবন ও সময়: মহাকালের প্রবাহমানতায় কত মূল্যবান যুগাদ অতীত হয়ে গেছে। আজকের বর্তমান কাল অতীতের অন্ধকারে লীন হয়ে যাবে।আমরা যদি ব্যক্তি মানুষের জীবনের মাপকাঠিতে সময়ের পরিমাপ করি তাহলে বুঝবো প্রত্যেক মানুষের জীবনে সময় অত্যন্ত সীমিত এবং পরিমিত।মানুষ যদি শুয়ে, বসে, অলসতায় সময় কাটিয়ে দেয়, তবে তার জীবন অর্থহীন হয়ে যাবে। ভাগ্য এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু এই স্থিরতা আসলে মনের স্থবিরতা। সময়ের গতিময়তায় দেহ জীর্ণ হয়। একদিন জীবনাবসানে সবকিছু ব্যর্থ হয়ে যায়। সময়ের মূল্য: মানুষের জীবনে যে সময় একবার হারিয়ে যায় তা আর ...

The Most Useful Websites on the Internet

Here are the most useful websites on the Internet that will make you smarter, increase productivity and help you learn new skills. These incredibly useful websites solve at least one problem really well. And they all have cool URLs that are easy to memorize thus saving you a trip to Google. archive.is  — take a snapshot of any web page and it will be exist forever even if the original page is gone. autodraw.com  — create freehand doodles and watch them magically transform into beautiful drawings powered by maching learning. fast.com  — check the current speed of your Internet connection. slides.com  — create pixel-perfect slide decks and broadcast your presentations to an audience of any size from anywhere. screenshot.guru  — take high-resolution  screenshots of web pages  on mobile and desktops. dictation.io  – accurate and quick voice recognition in your browser itself. reverse.photos  — upload an image and find simila...